ভোটরঙ্গ(16-03-2019)
রণজিৎ মাইতি
--------------------
বাইরে ধবল ভেতর মলিন ।
এরাই হলো দেশনেতা
বকধার্মিক সেজেই এরা
ছোটায় প্রতিশ্রুতির ঘোড়া


মণ্ডা মিঠাই গুড় মুড়কি
জলের দরে আলু বেগুন
ভোট রঙ্গ মিটলে দেখো
একইভাবে বাজার আগুন


রাগ দেখাবেন? কোথায় গিয়ে?
সে সব পথও বন্ধ
অন্ধ কানু ভোট দিয়ে যায়
না দিলেই সন্দ


ভণ্ডামিতে দেশ ছেয়েছে
কোথায় যাবে ভাই
যেখানে যাই একই ছবি
ভোট বড়ো বালাই


হায় হায় হায় এ দুর্দশা
কোথায় গিয়ে বলি
শোনার মতো কেউ কি আছেন ?
আমার কথাকলি


ঘরের কোণে লুকিয়ে কাঁদি
এখন হৃদয় নির্ঝরিণী
গোপন কথা প্রকাশ পেলেই
জুটবে চোখ রাঙানি !!


===========
প্রিয় কবি শ্রাবণী সিংহের কবিতার মন্তব্যে লেখা । তাই রম্য ছড়াটি প্রিয় কবি বন্ধুকেই একটু পরিমার্জিত করে উৎসর্গ করলাম ।