ভ্রমণ(18-07-22)
রণজিৎ মাইতি
-------------
তোমার বাড়ি থেকে আমার বাড়ির দূরত্ব কয়েক যোজন;
যা এক লহমায় নিকট হতেই পারতো।
যদি দুই বাড়ির মাঝে ফুটতো ভালোবাসার ফুল।


শুনেছি এই ফুল ফুটিয়েই আমার প্রপিতামহ যোজন দূরের বৃন্দাবন দেখতে পেতেন হৃদয়ে;
কোনও রকম মাস্টারব্যসন ছাড়াই শ্রীরাধা উপবেশন করতেন অন্তরে।


অথচ আমি আমার বাড়িটাই দেখতে পাইনি,
চিনতে পারিনি পড়শি উঠোন।
তাই আজীবন ঘুরছি ভ্রাম্যমান পথিকের মতো,
আষাঢ় এলেও আমার হৃদয়ে কখনও ফোটেনি ভালোবাসার কেলিকদম।