ভ্রমণের ইচ্ছে জাগলে(12-06-2018)
রণজিৎ মাইতি
--------------------
পৃথিবী ভ্রমণের ইচ্ছে জাগলে অনুভব করি আমিও গনেশ
যদিও আমার এই ইচ্ছায় কেউ কোনও শর্ত আরোপ করেনি
আর ইঁদুরের মতো বাহনও ছিলো না


সম্পূর্ণ স্বকীয় উদ্যোগ,ইচ্ছেডানা হারিয়ে ফেলে সংযমের বাঁধ
ভিজতে চায় নায়াগ্রার জলে,আমাজনের স্রোতে ভেসে ভেসে যেতে চায় কোন সে সুদূরে
বুঝে গেছি এই ডানা কখনও কারও ইচ্ছাধীন নয়
যেমন জলৌকা রক্ত চেনে,ইচ্ছেডানা হৃদয়


তাই,ভাটিকানের গির্জায় কান পেতে রই
মক্কায় মসজিদে আজানের সুরে সাড়া দিই
মন চায় জেরুজালেমের দরজায় টোকা দিতে,
গুরুদুয়ারায়,বৌদ্ধবিহারে,হিন্দু তীর্থে চর্মচক্ষে ঈশ্বর দর্শনের ইচ্ছেও জাগে


তখনই গণেশের স্মরণাপন্ন হই
হৃদয়ের চারপাশে দণ্ডি কাটি আপন ইচ্ছায়
সমগ্র পৃথিবী এসে ধরা দেয় হৃদয়ের কাছে