বিভ্রম (05-04-2018)
রণজিৎ মাইতি
--------------------
উপর থেকে দেখলে গ্যলিভার ট্রাভেলসের গল্পে ফিরে যাই
পৃথিবীটা বামুনের দেশ মনে হয়
আরও উপরে গেলে পিঁপড়ে মানুষ


নিচ থেকে উপরের দিকে তাকালে
সেই মানুষ গুলোকে ভগবান মনে হয়
তাদের বেডরুমে কি শীতাতপ ছিলো বা বাথরুমে সাওয়ার ?


আসলে অবস্থান বিভ্রমেই কেটে যায় দিন
যেমন জলে ডোবালে সোজা লাঠিও বাঁকা মনে হয়


দিন শেষে মানুষে মানুষে কোনো ফারাক দেখিনা
জল জলের মতো,আগুন দহনে
সেই খাওয়া,সেই শোয়া আর বাথরুম