বিচ্ছুরিত আলো (22-08-2017)
রণজিৎ মাইতি
--------------------
চোখ স্হির হয়ে গেছে নিষ্পলক চোখে ।
কে কবে শুনেছে একাত্ম হয়ে মৃত্যুর গান !
বা ভালোবেসে সহবাস মৃত্যুর সাথে ।


পলকেই দেখি রক্তপাত খুন ধর্ষণ।
লেগে আছে ছোপ ছোপ কালি, দেহে।
লেগে আছে চাপ চাপ রক্ত, মাটিতে।
তবুও শুনি আজ মা মাটি মানুষের কথা !
একি প্রবঞ্চনা নয় ?


এসব দেখেই বন্ধ রেখেছি রিমোটের সুইচ্।
বানভাসি মানুষের অসহায় গানে,--
মসনদে মসনদে কাদা ছোঁড়া ছুঁড়ি।
মানুষ কী এতই বোকা ?
কচি পাতা ক্ষুধায় কাতর।
চলশক্তিহীন পাতা হাওয়ায় দোলেনা।
তাই দেখতে চাইনা আর খবরের পাতা।
দেখতে চাইনা আর টি. ভি.র পর্দা।


এখন চোখের তারা স্হির রাতের তারায়।
নক্ষত্রের বিচ্ছুরিত আলো ভেজায় চোখ।
রক্ত ও নাড়ির নিবিড় সম্পর্কের কথা বলে।
বলে মাটির কথা কড়ি কোমলে।
গায় সৃষ্টির গান সুউচ্চ সপ্তকে।