বিদেহীর দেহে স্বপ্ন তো বাঁচে (13-09-17)
রণজিৎ মাইতি
--------------------
মিলনাত্মক নাটকের শেষ অঙ্কে এসে
নায়কের চোখ স্হির নায়িকার চোখে
এটাই মাহেন্দ্রক্ষণ ভেবে
খুশিতে চিক্ চিক্ শ্রোতার চোখ
পূবের উঠোনে খেলে নরম নবনীত রোদ


মনে পড়ে কাঙ্খিত ইতিহাস
উদগ্র বাসনা গুলো শেওলায় ঢাকা
চাই বলে ফেলি,ছোঁয়াই হাত হাতে
বলি বলি করে তবু বলা হয়না


কখনও মনে হয়, না বলাই ভালো
কাছাকাছি হলেই ছুঁয়ে যায় ঘেমো গন্ধ নাকে
থাকে চাওয়া পাওয়া না পাওয়ার হতাশা বেদনা
তাই চাই থাক দূরে দূরে অসীমে অনন্তে
দেহহীন তবু বিদেহীর দেহে স্বপ্নতো বাঁচে