বাইনাকুলারে রাখি চোখ(06-01-2019)
রণজিৎ মাইতি
--------------------
আমরা বড় তরল হয়ে যাচ্ছি
জলের মতো ? না না,জলের মতো হওয়া অতো সোজা নয়
বরং সরলকে জটিল করে হয়ে যাচ্ছি জলো


বাইনাকুলারের ভিউ ফাইন্ডারে রাখি চোখ
যতোদূর চোখ যায় নাড়িনক্ষত্র ঘেঁটে দেখি
তিন ভাগ জল বুকে,তিমি ও হাঙর
নোনা জলে বেশ আছে,অথই পাথারে ডুবে আছে


চড়া আছে কোথাও কোথাও
বিস্তীর্ণ এলাকা জুড়ে জেগে আছে, আর নির্জন দ্বীপ
সক্রিয় আগ্নেয়গিরি,জ্বালামুখে করে উদ্গীরণ
এখন অবগাহন কোথায় করি বলো ?
হয়তো নির্দেশ আসে জলতল থেকে
জলবাদ্যও বেজে যায় টুং টাং সুরে
তখনও বিশ্বস্ত আঙুলে বাজে অন্য এস্রাজ