বিপন্নতা (13-01-2018)
রণজিৎ মাইতি
--------------------
বিপন্নতাই আমার রক্ষণ
নিজেকে নতুন করে চেনাতে যাই না; বরং ঢুকে যাই---
যতোটা গভীরে গেলে প্রতিবিম্ব প্রতিবাদ করে
সেখানেই আত্মগোপন


সঙ্গী ছেঁড়া মাদুরটা অনেক পুরনো
আর টেনে নিই মুড়ির বাটি ---
দু-চার ফোঁটা তেল,পেঁয়াজ মরিচ কুচি মাখা
লংকার ঝাঁঝই আবহ তৈরি করে দেয়


এই প্রাতিস্বিকতার ভেতর জেগে ওঠে স্বতন্ত্র দ্বীপ
অর্থ চায় না,মোক্ষ চায় না,অমরত্ব তাচ্ছিল্য করে সরে যায় দূরে
এতো দুঃখ যন্ত্রণার মধ্যে সহবাস
কেউ কি চায় সেলেব একাকীত্ব ?


বরং পরম আনন্দে মেখে নেয় চোখের জল
সৃষ্টির মূল মন্ত্র,প্রেম।সেই গান শুনিয়েছে প্রিয় নজরুল
ছেঁড়া মাদুরটি আজও সেখানেই ধনী