বিষন্ন সকালও সুন্দর হয়ে ওঠে(19-07-2020)
রণজিৎ মাইতি
-------------
বৃষ্টি পড়লেই দৃষ্টি ঝাপসা হয়ে আসে
কৃষ্টি থমকে যায় সৃষ্টিছাড়া ভোরে।


তবু এই যে জল নিয়ে কেলি
সাঁতার আগুনে কিংবা বরফের উপর স্কি
এ সবই কৃষ্টি আঁকড়ে ধরে বাঁচার তাগিদ
যেমন একটা বিষন্ন সকালও সুন্দর হয়ে ওঠে ঘুঁটে কুড়ুনির হাতে


আসুন বৃক্ষ রোপণের আগে জিইয়ে রাখি ফলের স্বপ্ন
ফসলের ঘ্রাণ
দৃষ্টিশক্তি কমে গেলে কাজলও গুরুত্ব হারায়।