ভেসে যাই (15-03-2018)
রণজিৎ মাইতি
- ------------------
এই যে বারবার ঘিরে ঘিরে আসা
অনিমিখ ছুঁয়ে ছুঁয়ে যাওয়া
জল,মেঘ আর এলোমেলো হাওয়া
সেখানে ভনিতা কি ছিলো ?


কখন,কিভাবে কে যে ভেসে যায়
কোথায় যে যাবে এই পাল তোলা তরী
জানা নেই,তবুও-----


পাগল পাগল মন,মনের গভীরে মন
গভীরে গভীরে এই লব্ধপ্রবেশ
তরাই ডুয়ার্স ঘুরে উত্তুঙ্গ শিখরে,হাতছানি

অনুকূলে,তুমিও ভেসে গেছো সুরেলা বাহারে
শব্দ গন্ধ স্পর্শ আর রূপ রস রঙে
তুমি কি আগুনও চেনো মেঘ ?