বৃত্ত 105
মৈথুন (04-01-2019)
রণজিৎ মাইতি
--------------------
অসংখ্য স্রোতের মাঝে আমি এক মৌলিক স্রোত,তুমিও
তরস্বিনী বয়ে যায় আপন খেয়ালে
সুখ-দুঃখ অন্তঃসলিলা ফল্গু,ছাপোষা কথা
নীলকন্ঠ পাখি আসে,কুবো,কবুতর চারপাশে আত্মার আত্মীয়
জলবায়স মহানন্দে লুকোচুরি খেলে।


এসবের মাঝে বাজে ভিন্নতর বিষাদ গজল
প্রেম এক অট্টালিকা,ভিত কি সত্যিই মজবুত?
মাঝে মাঝে মহাশক্তিমান হানাদার হানা দেয় দ্বারে;
পরকীয়া,হায় ! ভিন্ন এক পার্শ্ব প্রতিক্রিয়া।  
কেঁপে কেঁপে ওঠে তাসের দালান,প্রেমের ভিত্তিভুমি বুক  


কোনও স্রোত থেমে যায় এই বকুলকথায়
কাশের শুভ্রতা এক বুকে,অন্য বুকে ঝরা শিউলিবিষাদ
বয়ে যায়,বয়ে যায় নদী মোহনায় তরতর
--- সঙ্গমে মৃত্যু কে দেখি হি হি,হি হি হাসে
--- রতিকান্তা দরিয়ায় লিপ্ত হয় চুড়ান্ত মৈথুনে