বৃত্ত 108
পোস্টমর্টেম  (27-01-2019)
রণজিৎ মাইতি
--------------------
এবার আপনি আসতে পারেন
ধারণার অনুকূলে যেটুকু দেখার দরকার
যতোটা জানা প্রয়োজন সেটুকুই,ব্যাস


পোস্টমর্টেম পর্বটি আরও মারাত্মক
ইতিউতি কতো অনুষঙ্গ যে এসে যায়
রাতচরা পাখির মতো ওত পেতে থাকি প্রত্যাশিত শিকারের আশায়

আপনার বলা আর আমরা শোনা রাজযোটক হলেই
এসে যায় সেই মহেন্দ্রক্ষণ
সোল্লাসে করি হুরর-রে-রে-রে
ওটা চাঁদই হবে,কারণ দৃশ্যমানতার উপরই দাঁড়িয়ে আছে সাধের সভ্যতা
ভুলে যাই বিখ্যাত প্রবচন


শংসাপত্রেও একটা সিগনেচার আবশ্যক !
আসলে পাশ-ফেলের সুক্ষ হিসেবও ঝুলে থাকে একটা সাক্ষরের প্রত্যাশায়