বৃত্ত 2 (29-08-2018)
রণজিৎ মাইতি
--------------------
মধু স্যারের বৃত্তের ক্লাসের পরপরই
ভূগোলের শৈলেন স্যার দিলেন গোলকের কর্মকাণ্ড নিয়ে আর এক ধারণা
যদিও স্যারের বক্তব্যে এ নিছক কানামাছি খেলা নয়,মহাজাগতিক সত্য
বৃত্তাকার এই সবুজ গ্রহটি---
উপবৃত্তাকার কক্ষপথে সূর্যের চারিদিকে বনবন ঘুরছে
তাছাড়া নিজের অক্ষের উপর আর এক ঘুর্ণন


এবার চোখের সামনে খুলে যাচ্ছে----
একটার পর একটা বন্ধ দরজা  
দিন রাত্রির কারণ,জোয়ার-ভাটা,
রাহুকেতু নয়,গ্রহণের কারণ----
পৃথিবীর এই চক্রাকারে ঘুরপাক

যেদিন কোপারনিকাস কারণ ব্যাখ্যা করলেন
সেদিন আর এক বৃত্তের মানুষের লাগল স্বার্থে ঘা
রেগে বন্দী করলেন অন্ধকার ঘরে

আশ্চর্য,ভাবনা কি বন্দী রাখা যায় ?
শুরু হলো বৃত্ত নিয়ে বৃত্ত নির্মাণ
একদিকে বিজ্ঞান,অন্য দিকে বিজ্ঞান বিরোধী মানুষ
অবশ্য শেষ লড়াইয়ে জয়লাভ করলো বিজ্ঞান


কিন্তু হায় !
ততদিনে বেচারা কোপারনিকাশ নিকেশ হয়ে গেছেন