বৃত্ত 84
ছুঁয়ে থাকি সময়ের হাত (07-12-2018)
রণজিৎ মাইতি
--------------------
স্বাধীন থাকার চেষ্টা করলেও পারিনা থাকতে
কখন যে ঢুকে যাই সময়ের জটিল আবর্তে


কাল সিন্ধু চেনে না যৌবন
কখনও কুর্ণিস কি করেছে ?


সময় ও স্রোতের তফাতও দেখিনা
বরং স্রোতে ভেসে যাওয়া কচুরিপানাটি ছুঁয়ে থাকে সময়ের হাত !
জীর্ণ হাত-পা,মুখে বলিরেখা,চোয়াল দুর্বল
বাই-ফোকালের ভিতর দিয়ে প্রতিসৃত হয় মৃয়মান অন্তিম সূর্য


এবার পিছন ফিরে তাকাই
কচি দূর্বাদল নরম তুলতুলে হাতে উপহার দেয় দুর্লভ মুক্তো  
দুধেল দাঁতের ফাঁকে বিনির্গত হয় আধো আধো নতুন অব্যয়
নব প্রত্যয় যোগে ধ্বনি তত্ত্বের নবীন অভিধা


এখন বিচ্ছুরিত আলো টুকু মেখে নিই গায়ে
যদিও মাঝে মাঝেই ঢুকে পড়ে সভ্যতার আর এক গহ্বরে
সেকেন্ড,মিনিট ও ঘন্টা মেনে ঢং ঢং ঢং
পরীক্ষা এমনই,সময়ের সাথে তার অমোঘ সম্পর্ক
যেন নীতিমালা ও বোধোদয়ের পাতা কখনও না হয় মলিন


তখনও স্বাধীনতা বিমূর্ত শরীরে সামনে দাঁড়ায়
দেখি কালের জরায়ুও নিশ্চিত অজর অমর
ঝরে পড়া গর্ভফুলে সংকল্পের লেশ মাত্র নেই!