বৃত্ত 91
অরণ্যে রোদন করিনা (10-12-2018)
রণজিৎ মাইতি
-------------
অরণ্যে রোদন করিনা;
বরং তেমন ভালোবাসার উপর লিখে রাখি হরি ওঁম।
চড়কতলার গল্পটা পরে আর একদিন হবে খন্ ।


গোলাপ বাগানে কাঁটার আঁচড় মানুষকে সমৃদ্ধ করে;
সমৃদ্ধি কি নয় সম্পদ সূচক ?  
ধর্মের ষাঁড়ের প্রসঙ্গ না টেনে ;
তারচে ঢের ভালো কলুর বলদ হয়ে ঘোরা।


ওমা রক্তক্ষরণ হচ্ছে কেন ?
শ্রাবণের বারিধারায় ভেসে যাচ্ছে সসাগরা হৃদয়ের মাটি;
আসলে ভালোবাসা ক্ষমার আরেক নাম ।