বুকের গভীরে (09-12-2017)
রণজিৎ মাইতি
--------------------
এখন কোথায় আছি ?
জেনে নিই বুকে হাত দিয়ে
ভবঘুরে মন কখন যে কোথায় থাকে
প্রয়োজন থাক না থাক চলে যাই মেরু প্রদেশে
কখনও সুমেরু যাই কখনও কুমেরু


সেখানে কি মন স্থির থাকে ?
বাহানা অনেক,অনেক উষ্ণতা চায় বাউন্ডুলে মন
সবুজের চায়,জলের,হাওয়ার,আগুনের উষ্ণতা চায়


কাছে আছে ঘন জঙ্গল
বুকের গভীরে আছে 'সুন্দরবন'
এ বনে সবুজ আছে,এ মন অবুঝ
বাঘ আছে,বরাহ হরিণ।আছে নানা জীব
মিলন পিয়াসী জীব সঙ্গম করে


বুকের গভীরে আছে খরস্রোতা নদী
জলে জলময়,কুমিরের হাঙরের বাস
আর আছে নানা মাছ,সম্পর্ক অম্লমধুর


হাওয়া আছে বুকে,এক আকাশ হাওয়া
কখনও মৃদুমন্দ,কখনও বা ঝড় বয়ে যায়
সাইক্লোন টাইফুন টর্ণেডো টর্পেডো সব
জোরে জোরে দম নিই,শুনি দীর্ঘশ্বাস


এ বুকে বারুদও ঠাসা,বলি রঞ্জক ঘর
হাত দিই বুকে,দিয়াশ্লাই কাছাকাছি আছে
এখন কি হবে উপায় ?না না,জানা নেই পথ
তাই কখনো সুমেরু যাই,কখনও কুমেরু