ব্যবধান(17-08-22)
রণজিৎ মাইতি
-------------
আমাদের মুখ ও মনের দূরত্ব আসমান-জমিন;
আমরা যা চাই তা বলিনা,যা বলি তা চাই না


এই তো সেদিন পাড়াতুতো পরেশদা কেন বিয়ে করছেন জানতে চাওয়ায় বললো....
'একটা সাজানো গোছানো সংসার চাই,সন্তান চাই।'
অথচ একবারও বললো না উদোম যৌনতা চাই!


তুমি বললে এরই নাম সভ্যতা;
মিথ্যার আলোয় সত্যকে আড়াল করা।


এইভাবে সুখের ঝিলমিল পর্দায় আড়াল করি দুঃখ,কষ্ট,ব্যথা,বেদনা.....
যদিও মানুষ ভীষণ ভীষণ জীবন চায়!