বায়বীয় (17-02-2018)
রণজিৎ মাইতি
- ------------------
আদতে সবই জলের মতো তরল,স্ফটিক স্বচ্ছ
চাঁদ বা চাঁদের প্রসব প্রসূত বিচ্ছুরণ,সমগ্র আকাশ
দেখি,-- প্রতিবিম্ব হুবহু একই
যতোই কড়া হোক নুন,জলে দ্রব হয় করকচ
আমরাই জটিল লিখি,বরফকঠিন দেহ দিই
কবিতার ভাষা,শব্দ,শব্দের প্রয়োগ
শেষে বায়বীয়,সব,সবশেষে কর্পূর যেমন


ঠিক আছে,মেনে নিই
শেষ নেই,অগণিত উপপথ আছে
যেমন নদীর,সেখানেও বাঁক আছে
দ্বিতীয়ার বাঁকা চাঁদ,কাস্তের মতো
ওখানেই সেরে ফেলো অধিবাস,অধিবাসিগণ

ওটাই চরম সীমা,পথ---
মোড় ঘোরানোর,আর জলে আচমন
ভোরের আলোয় জানি উবে যাবে উদ্বায়ী মন
জটিল,যৌগিক নয় জলের মতন ।