ব্যথা ও কথা
রণজিৎ মাইতি
--------------------
আমাদের রোদ, বৃষ্টি ও ঝড় চিরকালই সমানুপাতিক;
দেখো কালবৈশাখী থেমে যাওয়ার পর-
বৃষ্টিস্নাত পাতাগুলো কেমন খিলখিল হাসে।


আসলে যেখানে ব্যথা যতো বেশি,সেখানে ততো বেশি কথা
যেখানে কথা যতো কম,সেখানে ততো কম ব্যথা


আশ্চর্য,এর অন্যথা হলেই  সংসার হয়ে যায় হট্টমন্দির;
হাট ভেঙে গেলে নির্জনে একা একা কাঁদে!


(22-04-22)