চাবুক(14-01-2020)
রণজিৎ মাইতি
-------------
ছোটবেলায় দাদু তাঁর একটা চাবুক আমাকে দিয়ে বলেছিলেন,'গুছিয়ে রাখিস,যতোটা পরের জন্যে তারচে অনেক বেশি প্রয়োজন নিজের জন্যেই।'


সেই মূহুর্তে কথাটি হেঁয়ালির মতো শোনালেও ফেলে দিতে পারিনি
অনেক সময় ফুটো পয়সাও ছড়ায় স্মৃতিপদ্মের সুমিষ্ট সুবাস

পরে পদ্মকোরক খুঁড়ে বুঝেছি,---
মানুষের ভেতরই অসুর বাস করে,সমস্ত পশুর প্রিয় আবাসস্থল,জল্লাদের রক্তিম হাত
সুরাসুরের দ্বন্দ্বে এই চাবুকের কোনও বিকল্পই নেই।


তাছাড়া বিপণনের রাস্তায় হাঁটার কোনও রাস্তাও ছিলোনা আমার কাছে
পারিবারিক মূল্যবোধ অনেক সময় রাস্তা আটকে দেয়
তাই আজও দাদু ও চাবুক কোথাও এক হয়ে গেছে


আসলে চাবুকটির নাম ছিলো 'বিবেক আসমান' ।
যার নিজস্ব ইতিহাস আত্মশাসনের আলোয় আজও  উদ্ভাসিত
তাই ভোকাট্টার আগে সুস্পষ্ট কালশিটেগুলো চকচক করে!