চাচা আপন প্রাণ বাঁচা(22-05-2018)
রণজিৎ মাইতি
--------------------
একটা কুকুরের সৌজন্যে
খানখান হচ্ছে নিস্তব্ধতা,ফালাফালা হচ্ছে অন্ধকার
অথচ একবারও কু ডাকেনি মনে
হয়তো রাস্তার ধারে যে পাগলীটা শুয়ে থাকে--
ছিঁড়ে খুঁড়ে শেখানো হচ্ছে সভ্যতার মানে


মিহি আলোর রেখাও কি দেখতে পেয়েছি ?
বরং আকাশ ঢেকে যাচ্ছে আরও জমাটি মেঘে
সুখ নিদ্রায় পাশ ফিরে জাপটে ধরছি কোলবালিশ
বরং ঘেউ ঘেউ শব্দে প্রকাশ করছি বিরক্তির অভিব্যক্তি
এদিকে চমকে চমকে উঠছে কোলের শিশু
লাভ ক্ষতির হিসেবে না গিয়ে ভয়ে জুড়ে দিল কান্না
কান্নার ভেতর কি লুকিয়ে আছে প্রতিবাদের সুর ?  


যদিও আমাদের সভা-সমিতি,সেমিনারে
মানবতা নিয়ে করি জ্ঞানগর্ভ আলোচনা
শ্লোগানের ঢেউ আছড়ে আছড়ে পড়ে উঠোনে  
অনুভব করি আত্মশ্লাঘা,জাত্যাভিমানে ফুলে ওঠে বুক
দিনশেষে সেই একই কথা---চাচা আপন প্রাণ বাঁচা