চেয়ার (10-04-2019)
রণজিৎ মাইতি
--------------------
কি আশ্চর্য এই কেঠো চেয়ারটি  
একচুলও বদলায়নি শ্রেণী চরিত্র
বরং বিজ্ঞানের হাত ধরে হয়েছে রিভলভিং


চেয়ারের সাথে ভয়ের কি কোন সম্পর্ক আছে ?
যেমন আগুনের সাথে ধোঁয়ার
ফুল ও সুবাসের


কতো দিন ধান খেতের সরু আলপথে
অথবা আম জাম লিচু বাগানের ভেতর হেঁটেছি একা
সময়ের স্রোতে হারিয়ে গেছে কতো নক্ষত্র
গা-ছমছম পরিবেশের ভেতরও থাকে আশ্চর্য ভালোলাগা
ভয়ের গল্প শুনতে শুনতে ঘুমের দেশে ডুবে যায় শৈশব  
ভুত ও ভবিষ্যত ভাবতে ভাবতে হয়ে যাই ভূতপূর্ব
তখনও তাড়িয়ে বেড়ায় চেয়ার
এখন কি নিজেই হবো নিজের চিয়ার্স লিডার ?


কোনও সন্দেহ নেই,ধন্ধের মাঝে আসে দ্বন্দ্ব
কাছের বাড়ি থেকে আসা আদা রসুন পেঁয়াজের উগ্র ঝাঁজ সর্বজনীন
কিন্তু নির্মম চেয়ারটি একরোখা,
লঙ্কা ফেরত বানরসেনার মতো লম্ফঝম্প করে


প্লিজ কেউ কি আছেন বাড়িয়ে দেবেন সাহায্যের হাত !
আদি ভৃগুর ক্যারিশমায় এখন খুবই চিন্তিত
তেল খেতে খেতে পায়া ভারী ও চকচকে
কে বসে আছে ওখানে ? গণতন্ত্রের ভূত ?


দেখি চেয়ার আয়না হয়ে যায়,
প্রতিবিম্বের উৎসুক মুখটি কি হোমো স্যপিয়ান্স ?