চেনা অচেনার ঘ্রাণ (03-05-2017)
রণজিৎ মাইতি


বাগানে ফুটে আছে অজস্র গোলাপ -- মধুলোভী জীব আর অগণিত পাখিদের ভিড় দেখি --আনাচে কানাচে -- বাস্তুরীতি মেনে


ভয় হয় -- এসবের ভিড়ে -- গোপন গুহায় থাকা -- হৃদয়ের হাঁস -- আসবে না ফিরে
যে ভালোবাসে ফুল -- মূলত  গোলাপ --
ভয়ে সাঁতরায়ে চলে যায় -- অন্য হৃদয়ে


আকাশটা মেঘে ঢাকা -- তাই তারারাও
ঢাকা পড়ে গেছে -- আর গোলাপের লাল রং -- অন্ধকারে মিশে গিয়ে -- লাল থেকে
কালো হয়ে -- সনাক্তেও বিরোধীতা করে