ছটফট করি(20-12-2019)
রণজিৎ মাইতি
-------------
খসে পড়া টিকটিকির লেজটা যেভাবে ছটফট করছে
তেমনই ঝরে যাওয়া সময়


অতীত-অধুনার চিরকালীন দ্বন্দ্ব সরিয়ে স্মৃতিচারণ শুধু
যদিও শপিং মলের ধারেকাছেও যায়না
তবু সেই বুড়ো শিবতলা,গাজন মেলায় পাঁপড় ভাজার মিষ্টি মো মো গন্ধ
কিংবা রথের মেলায় কেনা ভেঁপুর ভোঁ ভোঁ,
ওই তো চারা সবেদা গাছটিও বেশ ডালপালা মেলেছে


সম্পর্ক অর্থে বুঝি রক্তের ধারা
অথচ ধাতু কাঠ খড় ইট,ইটের দালান
প্রতিটি বালুকণা পর্যন্ত
চেনায় আপন রক্তকে
এখানে প্যাঁচের প্রসঙ্গ মানেই জিলিপিকে বৃথা টেনে আনা


তাই ছটফট করি বিনিদ্র রাতে
মমতাজ বিরহে গড়া তাজমহলের সন্নিকটে লাস্যময়ী সরযুর মতো