ছায়াহীন কায়া(27-06-2019)
রণজিৎ মাইতি
--------------------
না,আমার কোনও ছায়া নেই
ভুত নেই,বর্তমানও  
গোধূলির বিষন্ন রোদের মতো একান্ত মৌলিক
সেটুকুও হারাবে অস্তিত্ব ক্ষণিক পরেই
ভবিষ্যত ? সেও ডুবে যাবে নিরাশার ঘন অন্ধকারে


যাদের ছায়া আছে কেমন আজব !
যেমন বিচিত্র রঙ,স্বভাবে যৌগিক
প্রকাশ্যে এককথা আড়ালে ভিন্ন
আসল-নকল একাকার হলে অথবা মুখ-বুক বহুরূপী
টলে যায় বিশ্বাসের ভিত
মাটি আলগা হলে সরলবর্গীয় গাছ দাঁড়াতে কি পারে
তখন ছায়াহীন মুখগুলো লিখে যায় আনমনে আকাশকুসুম
আর আরশিনগর জুড়ে আঁচড়ের দাগ