ছোট্ট জিজ্ঞাসা  (05-04-2018)
রণজিৎ মাইতি
--------------------
আকাশের মুখ ভার কামার্ত মেঘে
মাটি ভালোবেসে ঝরে পড়ে টুপটাপ মাটিরই বুকে
আড়াআড়ি ভাব নেই,আত্মার আত্মীয়


মাটিও তেমনই উতল
তার উদাসী বুকে এক আকাশ সঙ্গম পিপাসা
দুই বাহু তুলে তাই স্বাগত জানায়


আহা যোগ-বিয়োগের মন্ত্রে দীক্ষিত পরাগ
রাতে ফোটা উঠোনের হাসনুহানার মতো হাসে ফিক ফিক
সে হাসির বোধিমূলে এখন কি জল সার দেবো ?