ছন্দ ও কাব্য(26-07-21)
রণজিৎ মাইতি
-------------
ছন্দ যদি কাব্য হতো
সব নওজোয়ান হতো কবি
কদমতালই জন্ম দিতো
নতুন নতুন কাব্যরবি


নাক ডাকে যার গভীর রাতে
তারও নাকে সুরের ছটা
কেউ কি বলে আয় না শুনি
ছন্দ জানা নাকের কথা


তাই বলে কি কবি তারা ?
পেডেল পায়ে রিক্সাওয়ালা
কিংবা যারা ছন্দ জ্ঞানী
কামারশালে পেটায় লোহা


ছন্দ একটা বিষয় বটে
যদিও তাহা সবকিছু নয়
কাব্যরক্ত ছন্দ হলে
কাব্যেরপ্রাণ সরস বিষয়


শব্দ যদি হাড়গোড় হয়
আত্মা হলো হৃদয়াবেগ
ছন্দ ছড়ায় তাপ উত্তাপ
রসিক দোদুল সেই ভাবাবেগ


রাজমজুরের হাতের ছোঁয়ায়
প্রাণ পেলো ইট তাজমহলে
নিরস শব্দ হয় যে সরস  
রসিক কবির নিখুঁত চালে