ছেঁড়া কাঁথা (11-12-2017)
রণজিৎ মাইতি
--------------------
লাখ টাকার স্বপ্ন দেখতে দেখতে পাতাগুলো হলুদ হয়ে আসে
অতীত পিছনে ফেলে ছেঁড়া কাঁথা হয়ে ওঠে সবুজ
স্মৃতিচারণে প্রতিটি সুখ,প্রতিটি দুঃখ ও বিষাদে থাকে--- এক মোহময় আবেগ ও অহংকার


ঘোলাটে নদীজল আর ঘোলাটে থাকেনা
যদিও বা কিছুটা থাকে মাথা ঘামনোর সময় থাকেনা
তা দিয়ে যেতে হয় ডিমে আর গোঁফে
আকাশের যে তারাটি এতদিন টিমটিম করে জ্বলতো
তার ভেতরে চলে তেজস্কৃয় বিকিরণ
কোথাও বয়ে চলে অন্তঃসলিলা ফল্গু
প্রবল মেঘ ও তুখোড় বাতাসের ভেতর চলে দ্বন্দ্ব
প্রকাশ্যে আসার আগেই শ্বাস কষ্ট শুরু হয়ে যায়
রগের রক্তবাহী নালিগুলো চিরঘুমে যাওয়ার আগেই আর একবার জেগে ওঠে
কতো দিনের অভ্যাস বলতো !
বলিরেখা সিক্ত হয় ঘামে,জ্যাবজ্যাবে মুখ


তখন কি প্রয়োজন আছে লক্ষ টাকার ?
তারচেয়ে মুখে হরিনাম ভালো মনে হয়
দেখি তখনও শুয়ে আছি ছেঁড়া কাঁথায়
দীর্ঘ যাপনে যা হয়েছে সবুজ