ছায়া বেঁচে থাকে  07-01-2019)
রণজিৎ মাইতি
--------------------
মৃত্যুর পরও আমাদের ছায়া বেঁচে থাকে
স্বতন্ত্র মৌলিক,দীর্ঘ থেকে দীর্ঘতর ছায়া
কখনও তার চেয়েও প্রবল ব্যাপ্তিতে

কতো চুনি,পান্না আর হীরে,মরকত
বিচ্ছুরিত হয় আলো মুক্তোর মতন
চাঁদেও কলঙ্ক থাকে আপন মহিমায়
ভালো-মন্দে মিলেমিশে এই-ই তো জীবন  
কর্তব্যে অবিচল,এই ছায়া বিমূঢ় হয়না


তখন কেউই লাভ ক্ষতির হিসেব করেনা  
তেমন মানুষ কি আছে ? জানা নেই
যারা তিল থেকে তাল করে---
তারাই একমাত্র,টেনে টেনে দীর্ঘ করে ছায়া
কি অসহ ভার ! পীড়নও তেমনই
তবে তালভঙ্গ হতে কতোক্ষন
তাই মাথায় রাখতে হয় সীমা ও সীমানা
বাঁক বয়ে বয়ে কাঁধ ফলে গেছে
চূড়ান্ত কথা বলে কিছুই হয়না,সব আপেক্ষিক


আজ যা যথার্থ ভাবি,আগামী হয়তো বা সেই গতিপথে সায়ই দেয়না
তবুও হাত রাখি হৃদ বৃন্দাবনে,প্রেমের নন্দন কানন
প্রসারিত হতে হতে একদিন মিশে যায় অনন্তে অসীমে  
এ এক মায়াবী আলো এক সূত্রে গাঁথা সম্পর্কের সুতোয়
তাই মৃত্যুর পরও ছায়া দিব্যি বেঁচেবর্তে থাকে
এর বাইরে যারা তাদের কি মানুষ বলবো ?
সংসারের রঙ্গমঞ্চে এরাই প্রকৃত দুর্ভাগা
অঞ্জলি দিতে হবে,কিছু ফুল তাই তোলা থাক
সবারই থাকে দাবি কিছু কিছু প্রাপ্য সম্মান