ছায়া ও কায়া (05-07-2018)
রণজিৎ মাইতি
--------------------
ঝরা পাতার দিকে তাকিয়ে ভাবি---
আরে এই তো আমি
সবুজ থেকে গাঢ় সবুজ
তারপর দিনে দিনে হলদে খয়েরি
একদিন হাওয়ার অভিমুখে উড়ে যায় পাতা


বৃষ্টির ফোঁটায়ও দেখি নিজেকে নতুন
কতো সহজেই মিশে যায় জলে মানুষে
তবে তা কি কেবলই ছায়াশরীর  ?
ছায়া নয় স্থির নিশ্চিত,সুঠাম কায়া
গলায় গলায় ভাব,মানিকজোড়
বাঘে মানুষে কখনও কি হতে পারে হরিহরআত্মা ?


মিশে যায় মাটির দরাজ হৃদয়ে
এক দেহ অন্য দেহে লীন
পাতা মাটি জল ও নিছক লড়াকু জীবন