ছায়া শরীর  (11-10-2018)
রণজিৎ মাইতি
---------------------
কেমন হতে পারে ছায়া শরীর ?
এমন প্রশ্নে একবার তাকাই হীরকের দিকে পরক্ষণে কয়লার দিকে !

হাসপাতালের বিছানায় শুয়ে ভয়ে সিঁটিয়ে যাওয়া বালিকার দিকে তাকিয়ে বলে উঠি 'হায় ভগবান'
কঠিন হয়ে যায় মানুষের সংজ্ঞা নির্ণয়
রূপভেদে কয়লাও হার মানে মানুষের কাছে
কীটদংষ্ট্র ফুল কি করে বিলোবে সুবাস !


কাঁপুনি কি শুধু শীতের সহগ ?
ভয় জয়ের কথা ভাবতে পারিনা
বরং দেওয়ালে পিঠ ঠেকে গেলে দ্রোহ জেগে উঠে


যেমন গল্পের বালিকা আজ প্রশ্ন তুলেছে
মানুষের ছায়ায় ভেতরে অন্য এক ছায়া শরীরও বেঁচেবর্তে থাকে
কখনও দৃশ্যমান,কখনও অদৃশ্যে থেকেও ক্রিয়াশীল

জন্তু কি কেবল জঙ্গলেই থাকে ?  
তুমি ভাবো,আমি ভাবি,এ সময় সবাইকে ভাবতেই হবে