ছোটো বড়র হিসেব(05-04-2018)
রণজিৎ মাইতি
--------------------
শৃঙ্গ আগেই ছোঁয়া হয়ে গেছে
ব্যক্তি তেনজিং নোরগে নয় বা এডমন্ড হিলারি,আসলে মানুষ
রেখেছে পায়ের ছাপ চাঁদের মাটিতে নীল আর্মস্ট্রং,ইউরি গ্যগারিন ও এডুইন অলড্রিন
এখন বাড়াই হাত সূর্যের দিকে,ছুটি জোরে জোরে


ছুটতে ছুটতে খিদের জ্বালায় ছটফট করি
পেটের কাছে ছোটো বড়র হিসাব কি মেলে ?
তাই বাড়ি ফিরে আসতেই হয়


মায়ের কাছে দাঁড়াতে পারি না
যতোই বড় হোক সন্তান,মায়ের কাছে----


সদম্ভে চোখ রাখি বউয়ের চোখের তারায়
আমি স্বামী,আমি প্রভু,আমি কর্তা ও মালিক
অভিধান ঘেঁটে ঘেঁটে দেখো
শব্দই বলে দেবে এ কথার মানে


জেগে ওঠে পূর্ণিমার চাঁদ
হাসে একা একা,ঝলমল করে
দেখি আমার বৃহৎ শরীর চোখের ছোট্ট তারায় এঁটে গেছে