চিমটি
রণজিৎ মাইতি
---------------------
আমি নিশ্চিত,রাতে ঘুমোতে যাওয়ার আগে আপনি এবং আপনার মিসেস অন্ততঃ একবার হলেও নিজেকে চিমটি কাটেন;
তাই আপনারা পরকিয়ায় জড়ান না।


পরকিয়া ভালো কি মন্দ সে বিষয়ে যাচ্ছিনা;
নীতিবাগীশ হওয়ার চেয়ে প্রাক্টিক্যাল হওয়া ভীষণ জরুরি।
তাই প্রতিদিন চিমটি কাটেন অগণিত কৃষক,কামার,কুমোর,মুচি,মেথর নামক গ্রাউন্ড জিরোর প্রতিটি বাসিন্দা।


ব্যতিক্রমী যে নেই তা বলবো না,
শুনেছি স্বর্গেও নাকি ছুঁচো ঘুরে বেড়ায়
তবে দু-একজন বাদ দিলে
প্রফেসনের খাতিরে অধিকাংশ ডাক্তার,শিক্ষক এবং রাজ-কর্মচারীও প্রতিদিন চিমটি কাটেন নিজের শরীরে।
মানসিক স্বাস্থ্য ভালো রাখার এটাই নাকি বহুল পরীক্ষিত ও ব্যবহারিক আকুপাংচার;
এভাবেই মানবেতরজীব মানব হয়েছে।


অথচ যাদের কথায় প্রতিটি আপামর আজও রুটিন মাফিক;
তারাই নিজেকে ফাঁকি দিয়ে ধর্মেরষাঁড়ের মতো ঘুরে বেড়ায় সমাজ-সংসারে;
আর অপরের পাছায় দেন দেদার চিমটি।


দুখের বিষয়,অধুনা সমাজে এরাই প্রকৃত হিরো,সমাজসূর্য!


(29-09-21)