চিরুনি তল্লাশি  (31-10-2018)
রণজিৎ মাইতি
--------------------
বারবার ছুঁয়ে আসি,চেঁখে দেখি চাটনির বয়ান
আমআদার গন্ধ ছাড়া বাদবাকি অনুভূতি অচেনা অজানা  
শেষে কবিরাজী মতে খাই ত্রিফলার জল


হয়তো সাফল্য শূণ্য বাস্তব জগতে,চরম পরম
ছোঁয়া টুকু গর্বের,সেটুকুরই মহিমা অপার
ধাঁধায় সংকট বাড়ে,সমাধানের আবেদনে নির্লিপ্তি প্রকট


আসলে স্পর্শেও দোষ নেই,
যতো ফাঁকি অই সিলেবাসে
অমৃতের কথা বলে দেওয়া হয় চীরতার জল
হয়তোবা কোনও মতে ক্ষুধামান্দ্য রুগিরাই বাঁচে
তাই গভীরে ঢোকার আগে চিরুনি তল্লাশির বড়ো প্রয়োজন