চিঠি  (04-06-2019)
রণজিৎ মাইতি
-------------
দশ লক্ষ চিঠির ভেতর একটাও প্রেম পত্র নেই!
বিশ্বায়নের যুগে প্রেমও হয়েছে তেমনই
হাজারো পণ্যের ভিড়ে হারিয়েছে মানবিক মুখ
কেবল দুর্বলেরা হা কৃষ্ণ,হা কৃষ্ণ বলে কপাল চাপড়ায়।


দুই বেড়ালের ঝগড়া দেখেছেন কখনও ?  
অবশ্য রাজনীতির বাজারে সেয়ানে সেয়ানে কোলাকুলি
জামা বদলায়,সাথে রঙও
কিন্তু রক্তের রঙ থেকে যায় হুবহু একই !
লোলুপ হায়নার মতো লুব্ধ নজর


এমন আবহে অন্ততঃ একটাও যদি প্রেম পত্র থাকতো
গাঢ় অন্ধকারে যা হতো আগামীতে আশার প্রদীপ
রাম নামের আড়ালে অন্ততঃ একটা