চিত্রকর (13-07-2019)
রণজিৎ মাইতি
--------------------
প্রতিটি মানুষের ভেতর থাকে দক্ষ চিত্রকর
কেউ কাগজে কলমে
কেউ আঁকে মনের পর্দায়
যে কৃষক ধান বোনে,রোপণ করে মাঠে বেগুন কিংবা মরিচের চারা
তার হৃদয়ে আঁকা অমোঘ চিত্রনাট্যে ফসলের ঘ্রাণ
একদিন শিল্পকর্মে ভরে যাবে কৃষকের গোলা ঠিক আর্ট গ্যালারির মতো


এখনও স্পষ্ট দেখতে পাই বিগতের ছবি
হলুদ সর্ষে খেতে,সূর্যমুখী মাঠে ওড়ে রঙিন প্রজাপতি ও কালো ভ্রমর
আহা ! আজও অপূর্ব সুরে গান গায় গুনগুন করে !
কি আশ্চর্য,নিরবয়ব প্রতিটি ঋতুও বেঁচে আছে নিজস্ব রঙে !
শরতের শিউলি সকাল,ছেঁড়া ছেঁড়া মেঘ
রজনীজলে ভেজা হেমন্তের ঘাস
শীতের সকালে খেজুরের রস কাঁধে হাঁক দেয় হারান শিউলি
বসন্তে শিমুল পলাশ ও লাল কৃষ্ণচূড়া  
মৃদু মন্দ বয়ে যায় মলয়মারুত সাথে পিক তান


যেমন আমার কল্পনার রঙে আঁকা রূপসী মোনালিসা আজও তরুণী
ক্রিয়া প্রতিক্রিয়া মেনে ভালোবাসে আজও তেমন
তাই সরিয়ে রাখি সাদা ক্যানভাস ও রঙ তুলি


আসলে হাঁড়ি-কলসিও কাছাকাছি এলে ঠোকাঠুকি হয়
মান-অভিমান
তাই আমার মোনালিসা কল্পনার আকাশ থেকে কখনও রাখেনা পা বাস্তব জগতে  
দূরতম উজ্জ্বল নক্ষত্রের মতো থাকে দূরে দূরে
যদিও শ্যোন দৃষ্টি আজও সেই স্রষ্টার উপর