চোখ ও শিল্প (30-09-2019)
রণজিৎ মাইতি
-------------
দেখার চোখই ঠিক করে দেয় বিভাজন রেখা
সে জীব-জড়ের পার্থক্যই বলো
কিংবা শিল্প কি শিল্প নয়
নির্বিকল্প নাকি সবিকল্প
ওটা ঠাকুর না কুকুর
এমনকি ঘটি ও বাঙ্গাল বিতর্কও


যারা শালগ্রাম শিলা বুকে চেপে কাঁদেন
পাথর কেটে কেটে খোদাই করেন শিবলিঙ্গ
মৃন্ময়ী মূর্তিতে আরোপ করেন চিন্ময়ী রূপ
তাদের চোখ নিঃসন্দেহে অনুভূতিপ্রবন


যেমন বকচ্ছপ কিংবা হাঁসজারু আমার কাছে স্বাধীন এবং স্বতন্ত্র
হয়তো আপনি দেখেন হাঁস ও সজারুর মিশেল
ঠিক যেমন রজ্জুতে সর্পভ্রম হয়


আসলে দুধে জল মেশাতে জানাও এক নিপুণ শিল্প
শুধু খেয়াল রাখতে হয় অই চোনার দিকে