দা  গ (01(01-09-2017)
রণজিৎ মাইতি
--------------------
সব দাগ দেখা যায়না,---
অতীব সুক্ষ,তর বা তম
কখনো কখনো আতস কাচে
স্পষ্ট দেখা যায়।
মাথামোটা দেখে খোলা চোখে,মোটাদাগ


কিছু দাগ সময়ের ইরেজারে মুছে যায়
সাদা পাতা,কচি পাতা পল্লবিত হতে হতে
ঢেউয়ে ঢেউয়ে জমে পলি,পাতার দেহে
হয়তো বা অকেজো ভেবে বা অবহেলে
একদিন হয়ে যায় পলল সমাধি,চিরতরে
কখনও কখনও জোনাকির মতো টিমটিম জ্বলে
শাখা প্রশাখা দেখি আলোয় উজ্জ্বল


তাকাইনা সেসবের দিকে
বাস্তবে অস্পষ্ট,না না অস্তিত্বহীন  
তবু আছে স্পষ্ট আকার,ত্রিমাত্রিক
হাজার ঘোরালে চোখ দেখা যায় না
দেখি খোলা চোখে,
সাদা মনে কাদা নেই,দগদগে ঘা
কালশিটে দেখি পিঠে চোখে মুখে
সারা দেহ ফালাফালা  
বিদ্ধ আজ হৃদযন্ত্র কালশিটে দাগে