দাওয়াই
রণজিৎ মাইতি
-------------
মন খারাপের ওষুধ যদি থাকতো আমার কাছে,
বাতলে দিতাম দু-কলমে যেমন ময়ূর নাচে।
বলতে তুমি-'বদ্যি বটে,মহান কবিরাজ।
ধন্বন্তরী ফেল করে যায়,এক দাওয়াইয়ে কাজ।'
তবে যদি ভরসা রাখো বাতলে দিতে পারি,
ওষুধ সে নয়,যাও ছাদেতে,দেখো রাতের পরী।
হাসি খুশি উদার আকাশ জোৎস্না আকাশ জুড়ে,
তেমন আলো দেখলে কি আর কারো বক্ষ পোড়ে ?
গাছে গাছে জোনাক যেমন খেলে আলোর খেলা,
হৃদয় জুড়ে তুমিও তেমন বসাও আশার মেলা।
দেখবে তুমি সঘণ মেঘ নিয়েছে যেই ছুটি,
আকাশ জুড়ে ফুটছে তারা,খেলছে হুটোপুটি।
বিষাদসিন্ধু সেচেও পাবে হাজারো মণিমুক্তো,
মনন যদি মনমরা হয় মিষ্টিটাও শুক্তো!
সেজন আসল রত্নবনিক,যেজন জীবন প্রেমিক;
দুখ ভুলে রোমাঞ্চ আঁকে,কষ্টে জানায় ধীক্।