দারুবিগ্রহ(23-09-21)
রণজিৎ মাইতি
---------------------
চারাগাছ বৃক্ষ হলে সে বড়ো একা হয়ে যায়;
তার দুখের পাশে থাকে না নদীও,
তার ব্যথার কথাও কি শোনে ব্যর্থ বাতাস ?


চারাগাছ বৃক্ষ হলে হয়ে যায় বড্ড নিঃসঙ্গ;
তার হরিৎ চারুমুখ ঢেকে দেয়
জংলি ব্রততী।
জানি স্বর্ণলতার স্বর্গরাজ্য বৃক্ষ শরীর,
পাতা-ফুল-ফল।
মূলও অধিকার করে বুভুক্ষু মহীলতা!


তাই,প্রাচীন বৃক্ষ ঘিরে গড়ে ওঠে সুউচ্চ দুঃখপাহাড়;
মন্দির মসজিদের মতো ব্যথাতুর দারুবিগ্রহ!