দেখে যেতে চাই (26-03-2019)
রণজিৎ মাইতি
--------------------
চূড়ান্ত অবক্ষয়ের ভেতর জেগে উঠছে চর;
স্বপ্নিল আবেশ ও আবেগঘন প্রগাঢ় অন্ধকারের ভেতর উঁকি দেয় বিষাদ নগরী নববধূর সাজে।
হাতের কঙ্কনবালা বাজে কি কখনও রিমঝিম মিষ্টি সুরেলা বাহারে ?
সুখের পরিমল বসন্ত বাতাসে দোলে কি দোলে না জানা নেই !
গ্লানি ধুয়ে নিতে চাই বহমান গঙ্গার জলে;
পবিত্রতা সম্পর্কেও অতি ক্ষীণ দুর্বলতা ভাবায় মানুষে,
দূরে কুকুরের ঘেউ ঘেউ আর মা মাটি মানুষের কলরব মিশে গিয়ে বিভ্রান্তির স্বীকার।


তবু উড়ুক্কু মাছের মতো উড়ুক হৃদয় এই চৈতি হাওয়ায়
কালবৈশাখী ঝড়ে গা ভাসাতে বড়ো ভয় ভয়
ভয়ার্ত মুখ দেখি দামিনীর চতুর প্রভায়
বিশ্রামের আয়োজন বৃথা পণ্ডশ্রম;কতো দিন ঘুম নেই বিনিদ্র চোখে


চাই,জাগরণে দেখে যেতে---
আসন্ন সন্ধ্যার আকাশে নীড়ে ফেরে ক্লান্ত বলাকা
তার চোখে প্রেয়সীর উদ্বিগ্ন সকরুণ মুখ
আর পথও লাল,ঝরা পলাশের অই রক্তিম রাগে।