দেখার চোখে আকাশ দেখ (07-08-22)
রণজিৎ মাইতি
-------------
যেমন খুশি লিখতে পারি,
কে বলবে-'ওইটা লেখ।'
বলবে কি আজ বন্ধু সুজন
'দেখার চোখে আকাশ দেখ।'
আকাশটাই ঢাকছে মেঘে,
পায় না আলো তারার দেশ!
লিখবো আলো,এই পৃথিবীর?
ক্ষীণ আশাতেই পাকলো কেশ।
লিখবো আশা শিবের জটায়,
সত্য ও শিব,সুন্দরম।
অন্ধকারে যায় কি দেখা?
মনময়ূরীর পেখম ভ্রম!


যেমন খুশি লিখতে পারি,
পাতকুঁয়ার ওই নীল জলে।
জলে স্থলে আর অন্তরীক্ষে,
চোখের রেখায় আর মখমলে।
সবুজ ঘাসের শিশির কথা,
লিখতে পারি মন খুশি।
যেমন আমি ছাঁট দিই চুল,
নিমাই ছাঁট বা কদমবুশি।
আকাশ যখন মনের খেয়াল,
বাতাস যখন অনুকূল।
কলম তখন লিখবে কথা,
স্বপ্ন রঙিন স্বর্গ ফুল।