ধা  রা  পা  ত (29-11-2017)
র ণ জি ৎ   মা ই তি
--------------------------
এক,দুই,তিন-----
হাঁটি হাঁটি পা পা করতে করতে
একদিন অন্তিম সোপান ছুঁয়ে ফেলা
এটুকুই হিসেবি জীবন


দুচোখ যেদিকে খুশি যাক
মানুষের কিছু সাধও তো থাকে
বেহিসেবি সাধ,চকিতে ছুঁয়ে আসে
কোনও উত্তুঙ্গু শিখর,অন্য কোনও চোখ  


সেই শৈশব,সেই রিঙ্গন
মাথা তুলে হাতটা দেওয়ালে দেওয়ালে
সব কিছু ছুঁড়ে ফেলে খেয়ালে খেয়ালে
হাতেখড়ির আগেই হাতেখড়ি
এক,দুই,তিন----
এভাবেই ক্রমিক ধারাপাত


আর হাতেঘড়ি
নিখুঁত সময়ে টপকে যেতে হবে
সময় খুবই কর্মব্যস্ত,বড়ো একা