ধোঁয়া ধোঁয়া  (20-01-2019)
রণজিৎ মাইতি
--------------------
খুব বেশি কি কিছু চেয়েছি ?
বুক ভরা শ্বাস,উন্মুক্ত রাস্তা
আর আর মানুষ ভাবার অধিকার


কালচক্রে জ্যামে আটকে যায় চাকা
পথ আর পথ থাকে না,প্লাস্টিক পোড়া ধোঁয়ায় মুখ ঢাকে আকাশ
কে দেবে ছোঁয়া জীয়ন কাঠির ?
ভেসে আসে ঢাকের কাঠির রগড়,কিন্তু বেতাল


আশাভঙ্গের বিস্ময়ও বড়ো কম নয়
গালভরা কথার চেয়েও পয়ঃপ্রণালী হোক মুক্ত অবাধ