ঢুকে যাচ্ছি আরও আরও গভীরে
রণজিৎ মাইতি(14-10-2017)
--------------------
যে পথে হেঁটে যাওয়ার দরকার
চলে যাচ্ছি আর এক পথে


এতো দীর্ঘ পথ হাঁটার পরও
দেখছি সরণ শূন্য বা অপরিমেয়
হয়তো আলোকবর্ষ পথ মাড়িয়ে এসেছি


যতই সময় দীর্ঘ থেকে তর,তম হচ্ছে
ততই ঢুকে যাচ্ছি ভেতরে---আরও আরও গভীরে
আসলে নিজের গভীরে


ওখানেই আসল সমস্যা
এত গভীরতা পরিমাপ করতে পারছি না
তাই আবারও বলছি সরণ শূন্য
মুখে ফুটে উঠছে বলিরেখা
বলো,নশ্বরতার প্রমাণ আর কিভাবে দেবো?


এটুকুই পরিষ্কার বুঝতে পারছি,
ঢুকছি আলোর গভীরে-----------
আর কালোর গভীরে ।।