দিন দিন ঢুকে যাই (09-08-2018)
রণজিৎ মাইতি
--------------------
দিন দিন ঢুকে যাই অতল গহ্বরে
ঘনঘোর কৃষ্ণবর্ণ,চাঁদমারি হাট
তুমি এসে সুখ খোঁজ,আমি কাঁদি সব ফাঁকি জেনে


তবুও কি পেরেছি এড়িয়ে যেতে অই পথ ছেড়ে ?
নিশান্তে ঘুমঘোরে খুঁজে মরি পুনরায় ফাঁকি
স্নিগ্ধ রোদের গন্ধে মুদে আসে আবেশিত আঁখি
এই সেই রক্তজবা ফুটে আছে আমার বাগানে
মা শ্যামার প্রিয়ফুল,নরমুণ্ডমালী


বোধের ঘাটতি নেই,চেতনাও চক্রব্যুহ চেনে
তবু দিন দিন ঢুকে যাই গাঢ় অন্ধকারময় অতল গহ্বরে