ডুব দেই গহীন অরণ্যে (21-05-2017)
রণজিৎ মাইতি


কোথাও চলে যাব ভাবি,
ভাবি পরিযায়ী পাখিদের মতো--  
দূর কোনও দেশে।


সেখানে কি স্হির তারা ?
স্হির নয়, জেনে গেছে জীবন ক্ষণিক।
তাই দেশে দেশে উড়ে উড়ে
ঘুরে ঘুরে দেখে---


দেখে প্রবাহমানতা,--
সম্পৃক্ত জীবনে কোথায় লুকিয়ে আছে
ঝিনুকে মুক্তা,
বেদনার প্রস্রবণে স্নান সেরে বুঝে নিতে চায়
বেদনারা রত্ন কিনা !
জানি একদিন প্রেমও বেদনা হয়ে উঁকি দেয় মনে,
গহীন অরণ্যে তার বাস।
চেতনার রঙ্ যার খুবই প্রখর,--
সে-ই বোঝে,তাকে খাঁচায় বন্দী রাখা যায়না কখনো।


মুক্তা ও বেদনা সমার্থক জ্ঞানে--
বারবার পরিযায়ী পাখি হয়ে যায়।