ডুব দেই অথই জলে (20-08-2017)
রণজিৎ মাইতি
--------------------
মাঝে মাঝে ভালো লাগে,
ডুব দেই অথই জলে।
দম বন্ধ হয়ে আসে।
তবু ডুবি তলদেশে,
ঝিনুকের আশায় আশায়।
না না ঝিনুক নয়,মুক্তোর আশায়
দৃঢ় প্রত্যয়ী যারা জানে,
থরে থরে পলি জমে--
সে মুক্তো পলল সমাধি।


ঘোর কেটে গেছে,
তবু ডুবে আছি জলে।
মনে হয় কিছুই দেখিনি,
সত্যি কিছুই দেখিনি।
আকাশ কী শুধু মাথার উপরে থাকে?
জলের ভেতরে থাকে আর একটা আকাশ।
থাকে তিমি নীলতিমি হাঙর কুমির।
থাকে মাথার ভেতরে,
দেহেরও ভেতরে থাকে।
কখনও কখনও দেখি,--
আকাশের ভেতর আছে,
আর একটা আকাশ।


সেখানেই থাকে বিরোধিতা।
গভীর আকাশে দেখি গাঢ় নীল রঙ।
জানে নীল,গোধূলির আকাশ কেমন।
পথে নেমে হাজারও পথ,
পথ নিয়ে পথে পথে আজও রক্ত ঝরে।
শুধুই আকাশ নির্মাণ।
তবে কে বলে অসীম আকাশ ?
এতদিন সীমার মধ্যে থেকে,--
অসীমের করেছি সন্ধান।
এখন ডুবে আছি জলে অকূল সাগরে।
দম বন্ধ হয়ে আসে।
তবুও অসীমের মাঝে থেকে,--
আজ করি সীমানার খোঁজ।