দুই দ্বীপ বা দুই নদী (24-09-2017)
রণজিৎ মাইতি
--------------------
লম্বিত পর্দার এপারে ওপারে
দুই দ্বীপ বা দুই নদী


বাগিচা ভরা সবুজ চা পাতা
দুটি পাতা ও একটি কুঁড়ি,পিঠে ঝুড়ি


চেয়ে থাকা পরিচিত পাতা
ফুটন্ত জলে নির্যাস ব্যপন
লিকার সুধাতে স্নায়ুর আরাম


ঝুলন্ত পর্দার এপারে নদীতে স্রোত নাই
ওপারে নদীটি ছোটে খরতর স্রোতে


বনগাঁ লোকাল ধরে
যারা আসা যাওয়া করে শহরের ফ্ল্যাটে
ভিড় ট্রেন ঠেলে যাতায়াত, নৈমিত্তিক


দেখি দুপাশের দুই নদী
ধোঁয়া ওড়া ভাত আর হা-ভাতের স্রোত