দুই মেরু (10-12-2017)
রণজিৎ মাইতি
--------------------
বউ অ্যাল আজিজিয়ায় বিচরণ করলেই
আমি ভারখয়ানক্স চলে যাই
কখনও আরও দূরে সুমেরু বা কুমেরু
উল্টোটা যে ঘটেনা তা নয়


পোলগুলো যতো দূরে সরে যায়
ব্যস্তানুপাতিক হারে বাড়ে বিকর্ষণ বল
আর বিপ্রতীপে বল কমতে কমতে প্রায় শূন্য
শূন্য বলিনা,গাণীতিক নিয়মে শূন্য হয়না তাই


মেয়ে উদাসীন বিন্দুতে দিব্যি মানিয়ে নেয়
ওর এই উদাসীনতা আমাদের আহত করে


আর পরিনা,পারা যায়না
মেরু দূরত্ব তখন কমতে থাকে
বেড়ে যায় আকর্ষণ বল
ফিরে আসি এক ছাদের তলে।